পাইকগাছায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়।
বি.সরকার। স্টাফরিপোর্টার খুলনা।।
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে নির্বিঘ্নে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে বুধবার বিকালে লস্কর ইউপি-র খড়িয়া বীনাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বীণাপানি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোলাদানা ইউপি-র সাবেক চেয়ারম্যান এসএম এনামূল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ। যজ্ঞেশ্বর সানা কার্ত্তিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাজ্জাত আহম্মেদ মানিক, কাউন্সিলর ইমরান সরদার, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম তারিখ, আনারুল কাদির, লস্কর ইউপি-র প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সানা, ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, অঞ্জু রানী ঢালী, পেমানন্দ সানা, দিলীপ মন্ডল, সোলাদানা ইউপি-র সাবেক সদস্য ঠাকুর দাশ সরদার, হাবিবুর রহমান মোল্লা, কিশোর কুমার মন্ডল, দীপঙ্কর কুমার সরদার, রুস্তুম গাজী, সন্দরবন মন্দির সভাপতি শংকর মন্ডল, ঢেমশাখালী দুর্গা মন্দিরের সভাপতি পঙ্কজ কুমার মন্ডল, ঠাকরুণবাড়ি মন্দিরের সভাপতি কৃষ্ণপদ মন্ডল, বাঁশাখালী মন্দিরের সভাপতি অনুকুল হালদার, মিলনবিথী মন্দিরের সভাপতি সজ্ঞয় কুমার ঢালী, মিনহাজচক মন্দিরের সভাপতি দেবব্রত মন্ডল, করুুলিয়ার মনোজ কান্তি মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল প্রমুখ।