বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।
পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের সাথে পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টসহ মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে তার রাজনৈতিক কার্য্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে ও নির্বিঘ্নে দুর্গাপূজা করতে পারি প্রশাসনের পাশাপাশি বিএনপিও সার্বিক ভাবে সহযোগিতা করবে। উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলার ১৪৫টি পূজা মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভার প্রতিশ্রুতি মতে যে সকাল মন্দিরে সিসি ক্যামেরা নেই পূজার পুর্বেই সেই সব মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপনের ঘোষনাও দেন তিনি।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, স্থানীয় বিএনপি নেতা মেছের আলী, আবুল কাশেম, আবু মুছা সরদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা পূজা কমিটির সাংবাদিক বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, কালীপদ মন্ডল, পিযুষ কুমার সাধু, উপজেলা ঐক্য ফ্রন্টের সাধারন সম্পাদক দীপঙ্কর সরদার দিপু সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে গৌতম কুমার মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, তুষার কান্তি মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, তুষার সরদার, কালীপদ বিশ্বাস, রামপ্রসাদ সানা, প্রদীপ কুমার মন্ডল ও বিএনপি নেতা বাদসা, শহীদ প্রমুখ।