পাঁচ পুর গ্রাম বাসীর উদ্যোগে উপ নির্বাচনী আলোচনা সভার আয়োজন সফল
মোঃ আনছারুজ্জামান,স্টাফ রিপোর্টার।
অদ্য ২৬শে আগষ্ট রোজঃ শুক্রবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন ০৯ নং কামালের পাড়া ইউনিয়ন এর পাঁচ পুর গ্রাম বাসীর পক্ষ থেকে আগামী গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি উপনির্বাচন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জননেতা জনাব মাহমুদ হাসান রিপন তিনি শারিরীক ভাবে অসুস্থ থাকায় তাহার পক্ষে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল ইসলাম, খাইরুল বাসার রুবেল,মুনছুর আলী ভোলা,সাহিনুর ইসলাম সাজু,তারেক রহমান,রোস্তম আলী, আব্দুল কদ্দুস মন্ডল এ ছাড়া ও উপস্থিত ছিলেন ১-২-৩ নং ওয়ার্ড এর সংগ্রামী নেতৃ বৃন্দ। যুব লীগ, আওয়ামী লীগ, সেচ্ছাসেবী লীগ সহ সকল অজ্ঞ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে তাহার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আরও উপস্থিত থাকেন এলাকার সর্ব স্তরের জন সাধারণ। তাহার উঠান বৈঠক এ শতশত মানুষেমানুষের ঢল নামে।
এলাকার উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে সকল স্তরে জন সাধারণ মানুষকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে নৌকা মার্কার জয় করার জন্য সকলের এক হয়ে কাজ করার জন্য আল্লাহ তায়ালারল নিকটে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।