বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯০ বার পঠিত

পলাশবাড়ীতে সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-১
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাঠ সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়া নামক স্থানে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত ও গাইবান্ধা সদর হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও ১ জন মৃত্যুবরণ করেন। এঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য রংপুর যাওয়া উদ্দ্যেশে সিএনজি যোগে পলাশবাড়ী আসার পথে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ সংলগ্ন মাঝিপাড়া নামক স্থানে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগে গাইবান্ধাগামী একটি বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম সরকার (৩৫) পিতা আ: সালাম, শিমু খাতুন (৩০), স্বামী-শামীম সরকার উভয় স্বামী-স্ত্রী বাড়ী দুর্গাপুর সদর উপজেলা কুপতলা গাইবান্ধা ও খালাতো ভাই সাকিল (২২) নিহত হন। গুরুতর আহত সিএনজি চালক সোহেলকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..