পলাশবাড়ীতে রাজস্বফাঁকি দিয়ে নামমাত্র মুল্যে রাস্তার গাছ বিক্রয়ের প্রতিবাদে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের যোগসাজশে নামমাত্র মুল্যে গোপনে নিলাম দেখিয়ে বিক্রয়ের প্রতিবাদে অত্র ইউনিয়বাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকালে ওই ইউনিয়ন পরিষদ চত্বরজুড়ে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউপি চেয়ারম্যানের নানামুখী অনিয়মের চিত্র তুলে ধরে বক্তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবী জানান।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন এলাকার বেংগুলিয়া গ্রাম উন্নয়ন সমিতি কর্তৃক বেংগুলিয়া গ্রাম হতে খোর্দ্দ টেংরা গ্রাম পর্যন্ত রাস্তার দু’ধারে বিগত ২০০৭ সালে বিপুল পরিমাণ ইউক্লিপটাস গাছ রোপন করা হয়। এরমধ্যে ২৪৭টি গাছ অত্র ইউপি
চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ওরফে মাইক বক্কর, রোপনকারী সমিতির নেতা আব্দুর রাজ্জাক ছাড়াও উপজেলা বন বিভাগের কর্তাদের পরস্পর যোগসাজসে প্রায় ১৫ লাখ টাকার এসব গাছ নামমাত্র ৪ লাখ ৮৮ হাজার টাকায় বিক্রয় দেখিয়ে অবশিষ্ট টাকা সংশ্লষ্টরা ভাগ-বাটোয়ারা করে আত্মসাত করেন বলে বক্তারা উল্লেখ করেন।
শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আব্দুর রাজ্জাক, শাহজাহান মিয়া, মাসুদ রানা, টুটুল প্রামাণিক ও গোলাম মোস্তফা ছাড়াও প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কিশোরগাড়ী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম রিন্টু ও ইউপি সদস্য রঞ্জনা রানী ছাড়াও ইউপি এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সচেতন মহল মানববন্ধনে অংশ নেন।
এ বিষয়ে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সাথে মুঠোফোনে কথা হলে সরকারি বিধি মোতাবেক এসব গাছ বিক্রয় করা হয়েছে বলে তিনি জানান। বিপুল অংকের গাছ নামমাত্র মূল্যে বিক্রয় এবং সরকারি বিধি মোতাবেক নীলাম ডাকের ব্যবস্থা করা হয়নি পৃথক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চেয়ারম্যান আবু বক্কর জানান, ইউনিয়ন এলাকায় সামান্য ঢোল পেটানো হয়েছে।
বার্তাপ্রেরক
আশরাফুজ্জামান সরকার
জেলা প্রতিনিধি
গাইবান্ধা ৷