পলাশবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে প্রাণীসম্পদ প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত-
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
‘স্মার্ট লাইভস্টক-স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান বাস্তবায়নে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ
প্রদর্শনী-২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন এবং পুরস্কার
বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) দিনভর পৌরশহরের পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ প্রদশর্নী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়নের
সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকার সাংসদ বাংলাদশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো.আলতাব হোসেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সাবেক
সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো.
তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা সংসদ
সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা কৃষকলীগ
সভাপতি মহাব্বত জান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটি
সভাপতি আশরাফুল ইসলাম,খামারী হাবিবুর রহমান, আঃ হালিম ও সৈয়দ দ্বীন মোহাম্মদ প্রমুখ বক্তব্য
রাখেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরেনারি সার্জন ডা.হেমায়েত রহমান।অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টল সমূহ পরিদর্শন করেন।
বিকেলে শ্রেষ্ঠ খামারী মালিকদের পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎসহ অন্যান্যরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবছর প্রদর্শনীতে ৫০ টি স্টল স্থান পায়।
বার্তাপ্রেরক-
আশরাফুজ্জামান সরকার
জেলা প্রতিনিধি
গাইবান্ধা ৷