রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পঠিত

পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি –ডিসি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আগামী বৃহস্প‌তিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার ১৯টি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এই আদেশ জারি করেন। আগামী ১০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে জনসমাবেশ, মিছিল, সভা-সমাবেশ, জটলা, মাইক বা হর্ন ব্যবহার, সন্দেহজনক ঘোরাফেরা কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের জারি করা আদেশে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আদেশের আওতামুক্ত থাকবেন।
নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আই.ই.টি) সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়, কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ বার একাডেমি, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়, পাগলা উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, মার্চেন্ট ওয়ার্কারস (এম.ডব্লিউ)উচ্চ বিদ্যালয়, সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কারস (এম.ডব্লিউ) কলেজ, নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউশন (সানারপাড়), দেলপাড়া হাই স্কুল এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা।
জেলা প্রশাসক জানান, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি এই আদেশ অমান্য করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..