পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা (বিপনন) জনাব মুহাম্মদ সালাহ্ উদ্দিন
মোঃ সানোয়ার আলী স্টাফ রিপোর্টার:
২৬ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা (বিপনন) জনাব মুহাম্মদ সালাহ্ উদ্দিন এর বিদায় ও জনাব মো আশরাফুল হক ভুঁইয়া কে বরন উপলক্ষ্যে এক অনারম্বর সংবর্ধনা অনুষ্টান আয়োজিত হয়।
অনুষ্টানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের সভাপতি জনাব মো: মোস্তফা কামাল,
অনুষ্টানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহা-সচিব জনাব জুবায়ের আহমদ চৌধুরী,
আরো উপস্থিত ছিলেন সর্ব জনাব সিরাজ হুসেন আহমদ আলমগীর, হুমায়ুন আহমেদ, আ.এফ.এম মারুফ ডিপো ইনচার্জ পদ্মাওয়েল ওয়েল কোম্পানি লিমিটেড, সিলেট ডিপো, জি.এম হারুনুর রশিদ ডিপো ইনচার্জ যমুনা অয়েল কোম্পানি, সিলেট ডিপো, কাজী আনোয়ার হুসেন ডেপোটি ম্যানাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, সিলেট, নুরুল ওয়াসে আলতাফী, আক্তার ফারুক লিটন, খান মোঃ ফরিদ উদ্দিন, মোশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মনিরুল ইসলাম, রিয়াদ উদ্দিন, জুবের আহমদ খোকন, আব্দুস কদ্দুস তালুকদার, আব্দুল মুমিন, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম স্বপন, মাহবুবুর রহমান, শামসুদ্দীন আহমদ, ইউনুস মিয়া ও মোঃ সানোয়ার আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের প্রচার সম্পাদক জনাব এনামুল হক রুবেল
অতিথিবৃন্দ কে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্টানে নেতৃবৃন্দ বিদায়ী অতিথি’র কর্মকালীন সময়ে’র ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন বিদায়ী অতিথি মুহাম্মাদ সালাহ্ উদ্দিন কর্ম দক্ষতা, আন্তরিকতা ও দক্ষ পরিচালনার মাধ্যমে সবার হৃদয় জয় করেন। তাই তাঁর বিদায়ে সবাই দুঃখ ভারাক্রান্ত। তাঁর দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
নব-নিযুক্ত আশরাফুল হক ভুঁইয়া কে স্বাগত জানিয়ে বক্তরা বলেন, সিলেট ডিপো ওয়াগন নির্ভর হওয়াতে সারা বছর জ্বালানী সংকট লেগেই থাকে, তাই উনি কর্মদক্ষতার মাধ্যমে সবাই কে নিয়ে জ্বালানী সংকট কাটাতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।