এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
জন্মদিনের বিশেষ দিনটি পথশিশুদের সঙ্গে উদযাপন করলেন বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জন্মদিনে নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে
প্রায় অর্ধশত শিশুর সঙ্গে কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখলেন তিনি।
আমি নিজেও অনেক আয়োজন করতাম। কিন্তু এবার আমি চেয়েছি দিনটি অন্যভাবে উদযাপন করতে।
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাতে। জন্মদিনে পথশিশুদের সঙ্গে চমৎকার কিছু সময় কাটালাম।ওদের নিয়ে কেক খেলাম।এটি অসাধারণ এক অনুভূতি।
নারায়ণগঞ্জের চাষাড়া রেল স্টেশনে ভাসমান পথশিশুদের জন্য নির্মিত ‘লাল সবুজের পতাকা শ্রী শুভ চন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়’ এ কেক কেটে বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার জন্মদিন পালন করলেন।
এ সময় শিক্ষার্থীদের খাতা-কলম, বই, শিক্ষা সামগ্রী, খেলনা সাইকেল উপহার দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ’সহ যুব সংস্থার নেতৃবৃন্দ।