পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রাবাসের ফ্লোর ডেবে গিয়ে আহত-০৯
আবদুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী সরকারি কলেজের হোস্টেলের ফ্লোর ডেবে গিয়ে ৯ জন ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত বারোটার পরে পটুয়াখালী সরকারি কলেজেের শেখ কামাল ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতক্ষ্যদর্শী জানান, ছাত্রাবাসে এলার্ড মিটি শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ানোর সাথে সাথে হঠাৎ করেই ফ্লোরের নিচে প্রায় সাত ফিট গভীর ফাকা তৈরি হয়। ঐ ফাকায় পরে প্রাথমিক ভাবে আটজনের খবর পাওয়া গেছে। পরবর্তীতে আরও খোঁজ খবর নিয়ে ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নির্ণয় করবে কলেজ কতৃপক্ষ।