মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালী বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

 

পটুয়াখালী বাস মালিক সমিতির অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট।

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর ২টা পর্যন্ত। অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা,টমটম,ভটভটি চলাচল বন্ধের দাবীতে পটুয়াখালীতে অনিদৃষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
এ সময় পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে পটুয়াখালী বাস স্টান্ড সংলগ্ন সড়কে বাস আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে রাখে জেলার বাস মিনিবাস মালিক-শ্রমিকরা। এতে মহা সড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রী সহ কুয়াকাটায় যাওয়া পর্যটকরা। এদিকে দুপুর দেড়টার দিকে পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সড়িয়ে দিলে মহা সড়কে যানবাহন চলাচল স্বভাবিক হয়। তবে অভ্যান্তরীন রুটে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে ।
পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, ‘বাস মিনিবাস মালিক সমিতির সময় নিয়ন্ত্রণ কক্ষে কোন ধরনের চাঁদাবাজি হয় না। কিন্তু অটোচালকরা বলে, আমরা অবৈধ বাস মালিক সমিতি। আমরা বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করে লাভ করতে পারছি না। মহা সড়কে দাপিয়ে বেড়ায় অটোরিকশা সহ নিশিদ্ধ তিন চাকার যানবাহন। আরো বলেন আমাদের সাধারণ বাস মালিক সমিতির সদস্যরা ৪০-৫০ লক্ষ টাকা ইনভেস্ট করে বাস গাড়ি ক্রয় করে দৈনিক অবৈধভাবে তিন চাকার গাড়িতে যাত্রী নেওয়ার কারণে দৈনিক তাদের ইনকাম দাঁড়ায় ৪০০-১০০০ টাকা, অন্যদিকে তিন চাকার অটোরিকশা মাত্র ১ লক্ষ টাকা ইনভেস্ট করে অনায়াসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে হাইওয়ে রাস্তায় চলাচল করে, মালিক সমিতির যাত্রী বহন করে।
আল মদিনা গাড়ির ড্রাইভার মো. সোহরাব বলেন, ‘আমরা বৈধ বাস চালাই। মহা সড়কে বাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী অটো এখন চলে। আমরা গাড়ি চালিয়ে সন্ধ্যার পরে একজন ড্রাইভার ১০০ থেকে ১৫০ টাকার বেশি বাসায় নিতে পারি না । এতে আমাদের পরিবার চলবে।’
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বিষয়টি আমি জানি। অতিদ্রুত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..