পটুয়াখালী আগুনে শতাধিক দোকান ভূস্মিভূত
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীতে আগুন লেগে অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৭ অক্টোবর রাত দুইটায় পৌর শহরের নিউ মার্কেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পটুয়াখালী, বারেকগঞ্জ, কলাপাড়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যকসায়ীদের দাবি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে যাওয়ার মধ্যে অধিকাংশ চায়ের দোকান, মুদি মনোহরী, চালেক আড়ৎ ও রংয়ের দোকান ছিল। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..