পটুয়াখালীতে নিজ পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার।
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া নিজ পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে ওই এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। সে দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল সন্ধ্যায় সাতটার দিকে বাসা থেকে বের হয়। পরে অনেক খোজাখুজির পর নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ ভেসে ওঠে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।