রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

পটুয়াখালীতে নিখোজের ১৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬৮ বার পঠিত
পটুয়াখালীতে নিখোজের ১৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার
পটুয়াখালী থেকে আব্দুল আলীম খান জানিয়েছেন:
পটুয়াখালীর বাউফলে নিখোজের ১৫ দিন পর চার সন্তানের জননী ফেরদৌসী বেগম (৩০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত আটটায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ভুরভুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ফেরদৌসী দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী।
পুলিশ ও ওই গৃহবধুর স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকালে ওই গৃহবধু ডাক্তার দেখাতে গিয়ে নিখোজ হন। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে গত ৩১ অক্টোবর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। পরে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা ওই খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
##

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..