আব্দুল আলিম খান পটুয়াখালী জেলা প্রতিনিধি
দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি’র ১৯-তম বর্ষে পা রাখার শুভক্ষনে জম্মদিনের ক্ষুদ্র আয়োজন ছিল পটুয়াখালীতে। ৩ জুলাই বর্ষন বিধৌত দুপুরে দিকে পটুয়াখালী পৌরসভা চত্বর ও সংলগ্ন সড়কে মাস্ক বিতরন এবং বৃক্ষ রোপন কার্যক্রমের মধ্য দিয়ে শুভ দিনটির শুভ সূচনা করেন পৌরসভা মেয়র মহিউদ্দিন আহমেদ।
পৌরসভার মুল ফটকে ৫০টি আমলকি আর আমরা চারা রোপন এবং শতাধিক বিভিন্ন যান চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরন করা হয়। এ সময় এনটিভি পটুয়াখালী স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস, স্বাস্থ্য কর্মকর্তা ভবানি শংকর সিংহ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেয়র মহিউদ্দিন আহমেদ জানান,দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি’র ১৯-তম বর্ষে পা রাখায় পটুয়াখালী পৌর বাসীর পক্ষ শুভ জন্মদিন ও অভিনন্দন জানিয়েছেন, পরিচালক, কলা-কৌশলী, এনটিভির পরিবার সকল সদস্য সহ এন টিভির সকল সদস্যকে।
পটুয়াখালী স্টাফ রিপোর্টার জানায়,,দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি’র ১৯-তম বর্ষে পা রাখায় পটুয়াখালীবাসীর পক্ষ থেকে পরিচালক, কলা-কৌশলী, এনটিভির পরিবার সকল সদস্য সহ এন টিভির সকল সদস্যকে শুভ জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন কাজল বরণ দাস তিনি আরো জানান পটুয়াখালীবাসী মুগ্ধ হয়েছেন এন টিভির ঝকঝকে কালার,সাউন্ড, বিনোদন অনুষ্ঠান, রান্না অনুষ্ঠান, নাটক, ছায়াছবি, সংবাদ, ইসলামিক অনুষ্ঠান দেখ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এনটিভি শুভ জন্মদিনে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..