পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা
আবদুল আলীম খান (আকাশ) পটুয়াখালী প্রতিনিধিঃদক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিয়ূর রহমান এর চাকুরী থেকে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা ব্যাপি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী সরকারি কলেজের সকল বিভাগের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সুন্দর সুশৃংখলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম খান, মোঃ হাবিবুর রহমান, মোঃ মোদাচ্ছের বিল্লা, গাজী জাফর ইকবালসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোসাঃ সেলিনা আকতার, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোলাইমান, এলিজাবেথ বাড়ৈ, রোকনুজ্জামান রতনসহ শিক্ষার্থীবৃন্দ।
প্রফেসর মতিয়ূর রহমান তিনি চাকুরী জীবনের দীর্ঘ সময় পটুয়াখালী সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কাটিয়েছেন। দীর্ঘ শিক্ষকতার পেশায় তিনি অসংখ্য গুণী শিক্ষার্থীদের তৈরি করে গেছেন। তার অর্ধ-শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে কর্মরত আছেন। তার সরকারি শিক্ষার্থীর চারজন আছেন প্রশাসন ক্যাডারে যুগ্ম সচিব, শিক্ষা ক্যাডারে আছে ১০ জন, মতিয়ূর রহমান পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম ছাত্র। ১৯৮৬ সালে সম্মান খোলার পর থেকে আজ অবধি সুনামের সাথে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কার্যক্রম চলছে।এই বিভাগের গুণী শিক্ষকদের মধ্যে মরহুম প্রফেসর নেসার উদ্দিন বুলবুল, মরহুম প্রফেসর মুহাম্মদ মুজিবুর রহমান খান, মরহুম আব্দুর রব আকনের নাম অগ্রগণ্য তাদেরই উত্তরসূরী ছিলেন প্রফেসর মোঃ মতিয়ূর রহমান। ব্যক্তিগত জীবনে একজন ধর্মভীরু বিনয়ী নির্লোক ও সৎ মানুষ। অবসর জীবন সুস্থতায় পরিপূর্ণ থাকুক পারিবারিক জীবনে আরও সুখময় হোক মহান আল্লাহর কাছে আকুল প্রার্থনা রইলো।