মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

পটুয়াখালী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৩৪ বার পঠিত

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের শরীফ বাড়ী স্টান্ড নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয় এবং এক জন আহত হয়।

বৃহষ্পতিবার ২২ জুলাই বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- মাইক্রোবাস চালক মোঃ মাহবুব হাওলাদার (২৭) এবং অপর জন যাত্রী ইমরুল কায়েস ইমু(২৪)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সদর থানার এসআই মোঃ আনোয়ার হোসেন জানান, মাইক্রোবাসটি কলাপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শরীফ বাড়ী নামক স্থানে রাজা পুলিশের বাড়ীর সামনে পড়ে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে এবং চালক সহ দুই জনের মৃত্যু হয়। তাদের দুই জনের সিট বেল্ট বাধা থাকায় গাড়ী থেকে বেড় হতে না পাড়ায় মৃত্যু হয়।
চালক মোঃ মাহবুব হাওলাদার কলাপড়া উপজেলার নীলগঞ্জ সলিমপুরের বেলাল হাওলাদারে ছেলে এবং যাত্রী ইমরুল কায়েস ইমু কলাপাড়া উপজেলার লোনদা ধানখালীর রেজাউল করিমের ছেলে। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেসনাল এর শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..