পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে চোর চক্রের ৬ সদস্য ও ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ও দুটি চোরাই গরু উদ্ধার এবং পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
৩ ফেব্রুয়ারি সকাল থেকে ৪ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিমের এস.আই,মোঃ জাকির হোসেন মোল্লার গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর আউলিয়াপুর বালুরা বাধঘাট হইতে ১টি কালো রং এর গাভী, ১টি লাল রং এর বাছুর সহ আসামী গ্রেফতার করা হয়।
পটুয়াখালীর আউলিয়াপুর বাদুরা দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে একটি লাল রং এর বাছুর বিক্রির জন্য অপেক্ষারত অবস্থায় পাইয়া উক্ত বাচ্চুর সহ মেহেদী হাসান (২৪) জিজ্ঞাসাবাদে জানায় আউলিয়াপুর তার নানাবাড়ী আলতাফ বিশ্বাসের বাড়ীর রিজিয়া বেগমের ঘরের পিছন থেকে একটি কালো রং এর গাভী উদ্ধার করে আসামী মেহেদী হাসান সহ সঙ্গীয় লিমন আকন (৩৮), পিতা-আঃ কাদের আকন, সাং ডিবুয়াপুর থানা ও জেলা পটুয়াখালী এর নিকট হইতে ০২ (দুই)টি গরু সংগ্রহ করিয়াছে। এই গরু চুরির সাথে মোঃ মেহেদী হাসান (২৪),কবির হোসেন (৩০) শাহিন সরদার (২৩), মোঃ কামাল হোসেন গাজী (২৪), মোঃ স্বাধীন হাওলাদার (২৮) এরা বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে এনে বিক্রি করে ও জবাই করে বিক্রয় করে। উদ্ধারকৃত গরুর বর্তমান বাজার মূল্য ১,২০,০০০ টাকা।
পৃথক অভিযানে ৩ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১:৫৫ মিনিটের সময় পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামের মোঃ নবীন খানের ছেলে চিহ্নিত মাদক মোঃ সোহাগ খানকে ২০ পিচ ইয়াবা ট্যালেটসহ গ্রেফতার করা হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান খান জানান, চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, অভিযান অব্যাহত থাকবে, অন্যদিকে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।