মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

পটুয়াখালী জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১১১ বার পঠিত
পটুয়াখালী জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী

নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ।

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের পদবঞ্চিত নেতা সাধারণ মানুষের বন্ধু, খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল, কঠোর পরিশ্রমী ও সতন্ত্র প্রার্থী এড হাফিজুর রহমান (হাফিজ) তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে পটুয়াখালীর আটটি উপজেলায় শুরু হয়ে ভোট, চলে দুপুর দুইটা পর্যন্ত।
এর আগে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান ও মোঃ মাকসুদুর রহমান।
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে এ নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় পুরো বরিশালের চোখ ছিলো পটুয়াখালীর দিকে
হাড়ভাঙা খাটুনি দিয়েও দলের প্রার্থীকে বিজয়ী করতে না পেরে চরম অন্তোষে জেলা আওয়ামিলীগের নেতারা।
বিজয়ী প্রার্থী হাফিজুর রহমান গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমি সকল ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পুঙ্খানু ,পুঙ্খনু পালন করার চেষ্টা করবো তিনি আরো বলেন আমি ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ হয়েছি খেটে খাওয়া মানুষের কষ্ট আমি অনুভব করতে পারি।
ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সুন্দর ও সচ্ছতা আনবো।পটুয়াখালী জেলা পরিষদ নতুন রূপে সাজাবো শুধু আপনাদের ভালোবাসা ও সহযোগীতা চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..