আব্দুল আলীম খান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী শহর থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল মামলার ১৬ ঘন্টা পর,মামলার মূল আসামী সহ চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করে পটুয়াখালী থানা পুলিশ।
গত ০৫ অক্টোবর পটুয়াখালী শহরের বেপারী বাড়ী রোড ৭নং ওয়ার্ডের বাসার সিড়ির নিচ থেকে তালা ভেঙ্গে আঃসালাম মোল্লার ছেলে মোঃ জুয়েল ইসলাম মিঠুর (৩২) এর HERO HUNK -150 সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় রাত ৩ :৫০ মিনিটের সময়।
পটুয়াখালী সদর থানার মোঃ জুয়েল ইসলাম মিঠু বাদি হয়ে মামলা দায়ের করে ৮ অক্টোবর মামলা নং-৯ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।
মামলা হওয়ার সাথে সাথেই, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে অফিসার ইনচার্জসহ মামলার তদন্তকারী অফিসার অভিযান চালিয়ে ১০ অক্টোবর রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়ার মৃত রশিদ সিকদারের ছেলে মামলার মূল আসামী মোঃ জাকির সিকদার (৪১) গ্ৰেফতার করে এবং ভোলা জেলার,সদর ভোলা মডেল থানা এলাকার দিঘলদী এলাকা থেকে আবি আবদুল্লাহর ছেলে মোঃ সবুজ রাঢ়ী (২৮) কে গ্রেফতার করে পুলিশ।