আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃমহামারী করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউনের ৫ম দিনেও ৫ জুলাই সকাল থেকে প্রথম দিনের মতোই পটুয়াখালী শহরের বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে থাকায় সরকারি-আধাসরকারি, সায়িত্বশায়িত, শহরের প্রবেশদ্বার টাউন কালিকাপুর বড় চৌরাস্তা, নিউ মার্কেট, সদর রোড, পৌরসভা মোড়, সবুজবাগ মোড়, লঞ্চঘাট, সোনালী ব্যাংক মোড়, কলাতলা এবং হেতালিয়া বাঁধঘাট সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, ফার্মেসী, মুদি দোকান, ফল ও তরিতরকারির দোকান ছাড়া সকল দোকানপাট সহ সকল অফিস আদালতসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে আজ ৫ জুলাই এখন পর্যন্ত পটুয়াখালীতে জরুরী কাজ ছাড়া কেউ বাহিরে বের হলে প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং মাস্ক ও যথাযথ কাগজপত্র সাথে না থাকায় মটর সাইকেল চালকদের জরিমানা করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ (পিপিএম) জানান, সরকারের ২১ দফা নির্দেশনা পালনে পুলিশ মাঠে কঠোর অবস্থানে রয়েছে। বিনা প্রয়োজনে মানুষের চলাচলে বাঁধা প্রদান করা হচ্ছে তিনি আরো জানান আপনি নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন, তিনি এই মহামারী করোনায় সকলের সহযোগিতা কামনা করছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..