পটুয়াখালী আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ ও প্রবাসী কর্মীদের সম্মাননা প্রদান
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটার দিকে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে।
সমগ্র বিশ্বের অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকল দেশে পালিত হয়ে আসছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এবং সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, সহকারী পরিচালক পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি মোঃ মাহমুদুর উল্লাহ আকন্দ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন, কারিগরি প্রশিক্ষণ টিটিসি অধ্যক্ষ মাইনুদ্দিন,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রেমিট্যান্স সহযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরস্কার প্রদান করা হয়।