শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

পঞ্চগড়ে এতিমখানায় এক বেলা খাবার খাওয়ালেন পুলিশ সদস্য।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৮২ বার পঠিত
পঞ্চগড়ে এতিমখানায় এক বেলা খাবার খাওয়ালেন পুলিশ সদস্য।
স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও যাবার জায়গা নেই এতিমখানার ছাত্রদের। মহামারিতেও তাদের থাকতে হচ্ছে স্ব স্ব মাদ্রাসাতেই। এমন একটি মাদ্রাসার নাম আকবর আলী হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহবোর্ডিং। পঞ্চগড় জেলা শহরের এই মাদ্রাসাটিতে ৪০ জন এতিম ছাত্র রয়েছে। এই ছাত্রদের নিয়ে এক বেলার খাবার আয়োজন করেছেন মোস্তাফিজুর রহমান নামের এক পুলিশ সদস্য।
বুধবার দুপুরে ‘ফুড ব্যাংক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠণের পক্ষ হতে তিনি এই খাবারের ব্যবস্থা করেন। এসময় নিজের হাতে ছাত্রদের প্লেটে খাবার বেড়ে দেন তিনি।
মোস্তফিজুর রহমান পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই। তিনি পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলে দায়িত্বরত।
মোস্তফিজুর জানান, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য ‘ফুড ব্যাংক ফাউন্ডেশন’ নামের এই প্লাটফর্মটি তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। বিভিন্নজনের পৃষ্ঠপোষকতায় এই সংগঠণের মাধ্যমে তিনি অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে দাড়ান। ইতোপূর্বে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ করোনাকালে শহরের নিম্নআয়ের মানুুষ এবং অভুক্ত ভবঘুরেদের খুঁজে খুঁজে খাবার বিতরণ করেছেন।
আকবর আলী হাফেজিয়া ও এতিমখানা লিল্লাহবোর্ডিং এর পরিচালক ক্বারী আফাজ উদ্দীন বলেন, মাদ্রাসায় দৈনিক তিনবার খাবার ব্যবস্থা থাকলেও পুলিশ সদস্যের আয়োজন ছিলো ব্যতিক্রম। তৃপ্তি সহকারে পেট পুরে খেতে পেরেছে ছাত্ররা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..