শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

নড়াইল ডিবির পুলিশের হাতে মাদক ব্যবসায়ী ২ কেজি গাজা ও ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইল ডিবি পুলিশের হাতে  বেনাপোলের দুই মাদক ব্যবসায়ী ০২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার।
আজ রবিবার ১২ ডিসেম্বর সকালে নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদ আসে বেনাপোল হতে মোটর সাইকেল যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী নড়াইল শহরে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) জনাব সুকান্ত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই মোঃ ফাহাদ হোসেন, এএসআই মোঃ আলী হোসেন, কনস্টেবল মিন্টু নন্দী, মোঃ শিবলী, মোঃ শরীফ ও ইব্রাহিম সহ নড়াইল থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর ব্রিজের পাশে ওতপেতে থাকাকালে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়ীদ্বয় ব্রিজের উপরে আসলে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচে সাজিয়ে রাখা ০২ কেজি গাঁজা   উদ্ধার করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন
মাদক ব্যবসায়ীদ্বয় হলেন যশোর জেলার বেনাপোল থানার কাগজ পুকুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ খলিলুর রহমান (৫১) এবং একই গ্রামের মোহাম্মদ ইমানুর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান।আসামীদ্বয়কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে কোর্টে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..