নড়াইল জেলা হতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -র্যাব৬।
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি ২০২২ তারিখ ২১.০৫ ঘটিকায় র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত মোচড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মাইট কুমড়া মিতালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নড়াইল টু কালনা মহাসড়কের পাশে দুলু স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আশিকুর রহমান মোল্লা ওরফে আশিক মোল্লা (৩১), পিতা-মোঃ মিকাইল মোল্লা, মাতা-মোছাঃ নাজমা বেগম, সাং-মোচড়া ২নং ওয়ার্ড, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর নিজ দখল হতে ৫৯২ পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন ও ০৩টি সীমকার্ড জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।