নড়াইল জেলার সন্তান মালয়েশিয়াতে অস্বাভাবিক মৃত্যু|
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি|
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ৮নং দিঘলিয়া ইউনিয়নের ৯নং ওয়াডের চরদিঘলিয়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসীর দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুবরন করে।
আজ সোমবার ১৩সেপ্টেম্বর সোমবার দুপুর পর মালয়েশিয়া কর্মরত অবস্থায় মৃত্য হয়।এই তথ্য সূত্রে সংগ্রহকারী- চরদিঘলিয়া গ্রামের বাসিন্দা মোঃ মাজিদুল হক তিনি এলাকার সংবাদ ভিত্তিতে সুনা ঘোষ (৩৯) পিতা মৃত অরুন ঘোষ গ্রামঃ চরদিঘলিয়া উপজেলাঃ লোহাগড়া জেলাঃ নড়াইল।
দীর্ঘদিন সে মালয়েশিয়াতে থাকে এবং যে কোম্পান্নীতে কাজ করে আসছে| সে কোম্পান্নীর কাজে আজ দুপুরের সময় ক্রেন দিয়ে পাইপ উঠাইতে গিয়ে সেখান থেকে পড়ে দুর্ঘটনার স্বীকার হয় এবং কিছু সময় পর সুনা ঘোষ মৃত্যুবরন করে|
এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত এবং পরবর্তিতে বাকী অংশ জানানো হবে|