মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার পুলিশ উপ-কমিশনার এসপি প্রবীর কুমার রায় প্রতিটি মেইনরোড সহ ইউনিয়ন বাজারে হ্যান্ডমাইক দিয়ে করোনাভাইরাস আক্রমন সংক্রান্ত বিষয়ের উপর কঠোর ভাবে সতর্কতার নির্দেশ দিলেন।
পুলিশ সুপার,ডিবিপুলিশ, লোহাগড়া থানার ওসি সহ প্রশাসন নিয়ে টহল ও কঠোর নজরদারী প্রতিটি জায়গাতে।আজ বেলা ১১ টার পর দিঘলিয়া চৌরাস্তায় উপস্থিতি জনমতের মধ্যে সরকার ঘোষিত করোনাভাইরাসের জন্য লকডাউনের সময়সীমা প্রকাশ করলেন।
১ লা জুলাই হতে ৭ই জুলাই পর্যন্ত ছিলো।সরকার কতৃক ঘোষনায় সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ১৪ ই জুলাই পর্যন্ত।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন আমি মাস্ক ব্যবহার করি এবং মাস্ক প্রতিদিন পরিস্কার করি।বাহিরের থেকে বাসায় প্রবেশ করার পর হাত,মুখ,পা সাবান দিয়ে পরিস্কার করি।
সেই ধারাবাহিকতায় দিঘলিয়া বাজারমুখি লোকদের দিঘলিয়া চৌরাস্তায় জনগনকে তার কথা প্রকাশ করলেন।উপস্থিত ছিলেন সাধারন মানুষ এবং সাংবাদিক মোঃ এনামুল হক,
তিনি বলেন আগে জীবন বাঁচান তারপর চলাফেরা করেন।প্রত্যকেরই মাস্ক ব্যবহার করতে হবে এবং বাজার থেকে কিংবা বাড়ির বাহির থেকে যখন বাড়িতে যাবেন তখন হাত মুখ পা,সাবান দিয়ে পরিস্কার করবেন। তাহলে করোনাভাইরাস আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারবেন।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ আবু হেনা মিলন সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ সুপার এর সাথে করোনা লকডাউনের সতর্কতার বানী প্রচার করছেন।তিনি বলেন সকলে বাড়িতে থাকবেন এবং অপ্রয়োজনে বাড়ির বাহিরে চলাফিরা করবেন না। মাস্ক ব্যবহার করবেন দুরাত্ব বজায় রেখে চলবেন। ” সবাই ভালো থাকুন সুস্থ থাকুন”