নড়াইল কালনা সেতুর কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু ।
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলা লোহাগড়া উপজেলার কালনাঘাটে মধুমতি নদীর উপর সেতু নির্মান কাজে নিয়োজিত দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনায় মৃত্যু হয় বাহাদুর শেখ নামের এক নির্মান শ্রমিক।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার ৯ ই জুলাই সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিট সময় নির্মান শ্রমিক মোঃ বাহাদুর শেখ(৪০) নির্মানধীন কালনা সেতুতে কাজ করছিলেন।
সেতুর পিলারের পায়লিং কাজে ব্যবহৃত হঠাৎ একটি “বড় টিনের পাত” -বাহাদুর শেখ এর মাথার উপর পড়লে তিনি মারাত্মক গুরুতর জখম হয়।
সেতুর অন্য শ্রমিক কাবুল সহ শ্রমিকরা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়।এরপর উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক বেলা ১১ঃ৩০ মিনিট সময়ের দিকে বাহাদুর মৃত্যুবরন করে।
নিহত শেখ বাহাদুরের পরিচয় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এলেঙ্গী গ্রামের বাসিন্দা শেখ মোয়াজ্জেম হোসেনের ছেলে বাহাদুর শেখ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।লোহাগড়া থানার দ্বায়িত্ব থাকা ডিএসবি’র সদস্য (ওয়াচার) জিয়া শ্রমিক বাহাদুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।