নড়াইলে হত্যা মামলায় একজন কে ফাঁসি আদেশ
স্টাফ রিপোর্টার
নড়াইলে সোনিয়া ওরফে চিনি বেগম নামে একজন মহিলা কে হত্যা দায়ে মোঃ গাউচ মীনা ফাঁসি আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ( জেলা ও দায়রা জজ) নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মারুফ হোসেন এ আদেশ দেন। এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন , অভিযোগ প্রমানি না হওয়ায় গাউচ মীনার মা শাহেদা বেগমকে বিচারক খালাস দেন ।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ গাউচ মীনা নড়াগাতি থানার খাসিয়াল উত্তর পাড়া গ্রামের মৃত মোঃ খবির মীনার ছেলে।
মামলার বিবরনে জানাগেছে, নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল উত্তর পাড়া গ্রামের গাউচ মীনার তার মা শাহেদা বেগম মিলে সোনিয়া ওরফে চিনি বেগমকে হত্যা করে।
এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা হয়। যার নং ১২ তারিখ ১৮ এপ্রিল ২০১১।