নড়াইলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ ২ জন আটক|
মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি|
নড়াইল জেলার কালিয়া উপজেলায় বিশেষ মাদক অভিযানে বিপুল পরিমানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ|
শুক্রবারে ১৭ সেপ্টেম্বর দুপুর ৩ টার দিকে কালিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার আমানউল্লাহ আল বারীর নেতৃত্ব পার্থ,মেহেদী তাওহিদ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলাধীন বড়নাল গ্রাম থেকে ১ কেজি গাঁজা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করতে সক্ষম হন|
আটককৃত ব্যাক্তিদের পরিচয় খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা উত্তরপাড়ার জয়নাল মোল্যার বখাটে ছেলে মাসুম মোল্যা (২০) এবং একই গ্রামের হাসেম ফকিরের বখাটে ছেলে রানা ফকির(২৫) |
এবিষয়ে কালিয়া থানার ওসি(তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের বড়নাল এলাকা হতে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে|
এ বিষয়ে নড়াইল পুলিশ সুপার প্রবির কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে অভিযান সব সময় চলমান রয়েছে| ইতিপূর্বে নড়াইল জেলা পুলিশ মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে|