নড়াইলে নির্বাচন পরবর্তি সহিংসতায় আরও ১ জনের হাত-পা ভেঙ্গে দিল উজ্জল বাহিনী!
স্টাফ রিপোর্টার
নড়াইলে নির্বাচন পরবর্তি সহিংসতায় এবার সদর উপজেলার গোবরা প্রগতি পার্বত্য বিদ্যাপিঠের পিয়ন মিশকাত হোসেন(৪০)কে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম হিটুর পক্ষে কাজ করার অপরাধে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থি উজ্জ্বল শেখ ও তার লোকেরা মারপিট করে হাত পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মিশকাত হোসেন গোবরা গ্রামের মনছুর শেখের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়গাতি গ্রামে।
মিশকাত হোসেন জানান, নৌকা প্রতিকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম হিটু ভাইয়ের পক্ষে কাজ করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থি উজ্জ্বল শেখ ইতোপূর্বে আমাকে আক্রমন করেছিল। আমি দৌড়ে জীবন রক্ষা করেছিলাম। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি আমাকে জিডি করতে বললে আমি জিডি করেছিলাম। কিন্তু জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতাম। আজ (১৪ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানায় দেখা করতে গেলে তিনি আমার নিরাপত্তার দায়িত্ব পুলিশের বলে জানিয়েছিলেন । কিন্ত আজ আমি সন্ধ্যায় পাওনা টাকা আনতে বড়গাতি গেলে উজ্জ্বল শেখ (৩৮), রাজ্জাক শেখ (৪০), রিপন শেখ (৩৫), ইমন বিশ্বাসসহ ৮/১০জন আমাকে পিস্তল ঠেকিয়ে হাতুড়ি, রড দিয়ে বেধড়ক মারপিট করে আমার ডান হাত ও দুই পা ভেঙ্গে ফেলেছে।
এ বিষয়ে উজ্জ্বল শেখ বলেন, বড়গাতি কি একটা গন্ডগোল হয়েছে শুনেছি। আমি তখন বাড়ি ছিলাম। যারা মেরেছে তারা আমার পক্ষের লোক হতে পারে অস্বীকার করার সুযোগ নাই। তবে আমি ঘটনার সাথে ছিলাম না। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পুলক ভৌমিক বলেন, প্রাথমিক চিকিৎসা করেছি। এক্সেরে রিপোর্ট দেখা গেছে তার হাত ও পা ভেঙ্গে গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির বলেন, মিশকাত আগামীকাল (বুধবার) স্কুলে যাওয়ার কথা বলেছিল। তাকে যেতে বলেছিলাম এবং পুলিশ পাঠাবো বলে আশ্বাস দিয়েছিলাম । কিন্তু আজ এভাবে তাকে মারপিট করবে বুঝতে পারি নাই। লিখিত অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।