নড়াইলে গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার।
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ জানুয়ারি (শনিবার) দুপুর দুইটায় গোপন সংবাদ সূত্রে নড়াইল সদর উপজেলার মির্জাপুর পুলিশ ক্যাম্পের
ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হল, মোঃ মেহেদী হাসান নয়ন (১৭) পিতা মোঃ খায়রুল ইসলাম গ্রাম পাটবাড়ী,মোঃ সাব্বির হোসেন (২০) পিতা মোঃ শাহাজান, গ্রাম ছোট আছড়া উভয়ই (বেনাপোল পোর্ট থানা) যশোর।
পুলিশের সূত্রে জানা গেছে আসমিরা নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গ্রামে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় কালে তাদের হাতে নাতে আটক করা হয়, এবং তাদের শিকার উক্তি মতে বাজারের ব্যাগের ভেতর রাখা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। তবে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ও থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে