শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

নড়াইলে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ বার পঠিত
নড়াইলে এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
নড়াইলে মেহেদীর রং না মুছতেই পারিবারিক কলহের বলি হতে হলো এক গৃহবধূকে। বিয়ের মাত্র তিন মাস না যেতেই লাবিবা ফারহানা শ্রাবণী নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তিনি এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় স্বামী হাসিবুর বিশ্বাসের নির্মম নির্যাতনে নিহত হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে শ্রাবণীর স্বামীর বাড়িতে।
ঘটনার পর স্বামী হাসিবুর ও পরিবারে সবাই পালিয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা  জানিয়েছেন, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে এসএসসির ছাত্র হাসিবুর ও খুলনা তেরখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে এসএসসি পরিক্ষার্থী শ্রাবণীর ফেসবুকে প্রেম হয়।
বিষয়টি জানাজানি হলে উভয়ের পরিবারের সম্মতিতে তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পরে মাস দুই না যেতেই পারিবারিক খুঁটিনাটি বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে।
এরই একপর্যায়ে শনিবার বিকেলে শরীরের বিভিন্ন স্থানে হাসিবুরের এলোপাথাড়ি আঘাতে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে অচেতন অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামীসহ অন্যান্যদের ধরতে চেষ্টার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া।
পরিবারের অভিযোগ সম্পর্কে ওসি আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে জানানো হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..