বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

নড়াইলের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এস.আই আবু সালেহ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১২৭ বার পঠিত
নড়াইলের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এস.আই আবু সালেহ।
 মোঃ মামুন, স্টাফ রিপোর্টার
যশোরের কিংস হাসপাতাল থেকে নিখোজ হওয়া চার বছরের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন যশোর জেনারেল হাসপাতালের কর্মরত পুলিশের এএসআই আবু-সালেহ।
শিশু ইয়ামিন নড়াইলের বাসগ্রামের আহমেদ আলীর ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর একটার দিকে ওই শিশু শহরের কিংস হাসপাতালের ৩১১ নম্বর রুম থেকে তার মা তহমিনার অজান্তে হাসপাতালের বাহিরে চলে আসে এবং ব্যাস্ততম রাস্তায় বাচ্চাটি একা একা  ঘুরতে থাকে। অতপর যশোর জেনারেল হাসপাতালের তিন নম্বর গেটে বাচ্চা টিকে ঘোরাঘুরি করতে দেখে নিজ হেফাজতে নেন এএসআই আবু সালেহ। অতপর তিনি থানায় অবগত করে এবং  হাসপাতালে দায়িত্বে থাকা ফোর্স নিয়ে বাচ্চাটির পরিচয় নিশ্চিত করার অভিযান পরিচালনা করেন। প্রায় দেড় ঘন্টার ব্যাবধানে বাচ্চাটির মা তহমিনা কে পেয়ে পরিচয় নিশ্চিত হলে  নিখোজ হওয়া শিশু ইয়ামিন কে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে । স্থানীয় লোকজন    পুলিশের এমন তৎপরতা কে সাধুবাদ জানিয়েছে । ইয়ামিনের মা তহমিনা খুশির আবেগে আপ্লুত হয়ে বলেন, বাচ্চা কখন  তিন তালা থেকে নেমে বাহিরে চলে এসেছে আমি বুঝতে পারিনি। তবে আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আমার বাচ্চাটিকে আমি আমার কোলে ফিরে পেয়েছি। আল্লাহ না করুক এই রাস্তায় ওর যেকোনো দূর্ঘটনা ঘটতে পারতো। আমি পুলিশ ভাইদের প্রতি কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..