নড়াইলের পেড়লীতে নদী ভাঙ্গনে আতংকিত বাজার ব্যাবসায়ীরা।
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
নড়াইল কালিয়া উপজেলার পেড়লী বাজারের পাশদিয়ে বয়ে যাওয়া চিত্রা নবগঙ্গা নদীর ভাঙ্গনে দিশেহারা পেড়লী বাজারের ব্যাবসায়ী ও এলাকার সাধারণ জনগন। যে কোম সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান ও নড়াইলে আসা যাওয়া একমাত্র রাস্তা টি এবং বিভিন্ন ব্যাংক বিমাসহ শিক্ষা প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নদী ভাঙ্গনে সাধারণ জনগনের আর্তনাদ ও হাহাকারের চিত্র। এ বিষয়ে পেড়লী বাজারের ব্যাবসায়ী ও স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন এ এলাকায় নদী ভাঙ্গনের কারনে বেশকিছু বাড়ি ঘর নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছে বেশ কিছু পরিবার। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার পদক্ষেপ নিয়ে পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এমনকি পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন কবলিত পেড়লীর
বিকল্প ব্যাবস্থা না নেওয়ায় আবারও ঝুকির মুখে পড়েছে বাজারের ব্যাবসায়ীরা।
বিশেষ করে পেড়লী বাজারের নদীর কুলের দক্ষিণ দিকে শীতল বাড়ি কালভার্ট হতে বাজারের পূর্ব দিকের খেয়াঘাট নদীর কোল দিয়ে নড়াইল খুলনা যাওয়া আসার প্রধান সড়কটিও পড়েছে ঝুকির মুখে। যে কোন সময় নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে পেড়লী বাজারের ব্যাবসায়ীদের দোকান ঘর ও প্রধান এ সড়কটি।
স্থানীয় এলাকাবাসী আরো জানান, আমরা এলাকাবাসী ও বাজারের দোকান ঘর ব্যাবসায়ী মালিক সমিতি সবাই মিলে মাননীয় সাংসদ কবিরুল হক মুক্তির কাছে জানিয়েছিলাম, এবং তারই নির্দেশ পানি উন্নয়ন বোর্ড কে যথাযথ ব্যাবস্থা নিতে অনুরোধ জানিয়েছি কিন্তু এখনও কোন সমস্যার সমাধান হয় নাই। এ অবস্থায় নদী ভাঙ্গনে কবলিত পেড়োলি বাজারের ব্যাবসায়ী দোকান পাট, খেলার মাঠ, বেসরকারি ব্যাংক বিমাসহ মেন সড়কটি ভাঙ্গন রোধে যথাযথ ব্যাবস্থা না নিনে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যেতে পারে। তাই পেড়লী বাজারের ব্যাবসায়ী ও সাধারণ জনগন নদী ভাঙ্গন ঠেকাতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ কামনা করছে।