নড়াইলের কাশিপুর ট্রাকের ধাক্কায় এক হাত হারিয়ে কিশোরী মৃত্যুশয্যায়
স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় এক কিশোরীর হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের পদ্দবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত কিশোরীর নাম রাফিয়া খানম (১৪) সে ওই গ্রামের এনায়েত শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো রাফিয়া, এসময় ইট বোঝাই ট্রাক (ঢাকা ট ৭৪১) ট্রাকটি তাকে ধাক্কা দেয় এবং তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রের্ফাড করেন । ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বিচ্ছিন্ন হওয়া হাত টি উদ্ধার করা হয়।এরপরে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) গোরাচাঁদ ও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকে থাকা দুইজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন, বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকে থাকা দুইজন কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।