শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় ইয়াবাসহ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকার দত্তর মোড় থেকে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে কালিয়া থানা পুলিশের একটি দল। শনিবার (১১ ডিসেম্বর) রাতে পলাশ শেখ (৪২) নামে ওই ব্যক্তি কে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত পলাশ শেখ লোহাগড়া উপজেলার সারোল গ্রামের মৃত-মুস্তাইন শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে একদল পুলিশ কালিয়া উপজেলার শুক্তগ্রামে ইয়াবা বিক্রির সময় পলাশ শেখ কে আটক করে। এসময় আটককৃত আসামী পলাশের পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আমানউল্লাহ আল বারী জানান,এ ঘটনায় কালিয়া  থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..