বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

নৌকার মতবিনিময় সভায় হাজার হাজার মানুষের ঢল এক সময় পরিণত হলো জনসভায়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ১২৫ বার পঠিত
নৌকার মতবিনিময় সভায় হাজার হাজার মানুষের ঢল এক সময় পরিণত হলো জনসভায়

নুরুজ্জামান সরকার,ডিমলা (নীলফামারী);
 “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন” এই স্লোগানে চতুর্থ ধাপে ডিমলা উপজেলার আসন্ন  ইউপি নির্বাচন উপলক্ষে ২৪শে নভেম্বর (বুধবার) বিকাল ০৫ ঘটিকায় ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খালিশা চাপানি ইউনিয়নের নৌকার মাঝি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান সরকার এর ডাকে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার কার্যসহকারী অন্ধকার বুলবুল আলমের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ আনারুল হক সরকার মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল বারি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিত কুমার সিংহ, উপজেলা কৃষকলীগের সদস্যসচিব এডভোকেট আব্দুর রাজ্জাক, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আকুল চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব সেলিম সরকার লেবু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তামজীদার রহমান তামজীদ, মহিলা লীগ শরীফা বেগম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রশিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নূর কাইয়ূম সরকার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ সর্বস্তরে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন নৌকার মাঝি দুই দুই বারের সফল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান সরকার বিগত বছরের বিভিন্ন উন্নয়ন এর কথা তুলে ধরেন। ভেঙ্গে দেন মানুষের মাঝে ভুল ধারণা গুলো। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয় করতে তিনি আহ্বান করেন।
পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত নির্বাচনী মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..