সানোয়ার আলী সিলেট জেলা প্রতিনিধি
➤ নেটওয়ার্ক ভোগান্তি➤
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ।তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে,বিশ্বায়নের এই যুগে তা ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।তথ্য প্রযুক্তির মধ্যে অন্যতম প্রযুক্তি হলো মোবাইল ফোন যা সিম দ্বারা পরিচালিত।সিমের নেটওয়ার্ক ব্যবস্হা ভালো হলে যোগাযোগ প্রক্রিয়া ত্বরান্বিত হয়।কিন্তু সিলেট দক্ষিণ সুরমা সিলামের বিভিন্ন এলাকায় বিভিন্ন অপারেটরের নেটওয়ার্কের যে অবস্হা তা সত্যিকার অর্থেই দুঃখজনক।বিশেষ করে সিলাম তেলিপাড়ায় নেটওয়ার্কের সংযোগ নাই বললেই চলে।মানুষ যেখানে অনায়াসেই নেটওয়ার্কের সুফল ভোগ করছে সেখানে আমরা নীরব নির্যাতনের শিকার হচ্ছি।কোনো সময় ফোনে কথা বলতে হলে রুম থেকে বের হয়ে কথা বলতে হয় তা না হলে কথা বুঝা যায় না অথবা কথার আংশিক বুঝা যায় আংশিক অস্পষ্ট থাকে।ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করা আমাদের কাছে জেগে জেগে স্বপ্ন দেখার মতো।
বিভিন্ন বিজ্ঞাপনে যখন দেখি পাহাড়ের চূড়ায়,সুন্দরবনের গহীন অরণ্য কিংবা অন্যান্য জায়গা নেটওয়ার্কে ভরপুর তখন নিজের ফোনের নেটওয়ার্কের লাইনগুলোর দিকে তাকিয়ে দেখি লাইনগুলো আপন গতিতে ঘোরে বেড়াচ্ছে।কখনো উপরে উঠছে তো কখনো নিচে নামছে।মাঝে মধ্যে তো নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পাওয়া দুস্কর হয়ে পড়ে।জনমানবশূন্য স্থানে নেটওয়ার্ক ব্যবস্হা প্রসারিত না করে যদি জনসমুদ্রে প্রসারিত করা হতো তাহলে মানুষ তার সুফল ভোগ করতে পারতো।ফলে দেশীয় যোগাযোগ কাঠামো সুদৃঢ় হতো বলে আমি মনে করি।
যদি সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহারই করতে না পারে তাহলে থ্রি জি,ফোর জি,ফাইভ জি স্পিড দিয়ে কি হবে?
নেটওয়ার্কের এই ভোগান্তি কবে শেষ হবে আদৌ তা জানি না।তবে আমার এই ক্ষুদে বার্তায় যদি কর্তৃপক্ষের দৃষ্টিপাত হয় তাহলে যথাযথ ব্যবস্হা গ্রহন করার অনুরোধ রইল।