সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি ৮ নং ওয়ার্ডে অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির কারণে মমতাজ উদ্দিন এর বসতভিটা দেবে ও ফেটে জাওয়ার অভিযোগ করেছে উপজেলা নির্বাহি অফিসার বরাবর।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু আলমগীর হোসেন এলাকাবাসীকে ভয় ভীতি প্রদর্শন করে বালু উত্তোলন করে চলেছে য়ার ফলে ভাংছে রাস্তা ও পার্শ্ববর্তী বাড়ি ঘরে দেখা দিয়েছে ফাটল। এলাকা বাসি অভিযোগ করে বলেন ভুমি দস্যু আলমগীর হোসেন প্রভাব শালী হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করছেনা প্রশাসন। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন জমি আমার রাস্তার জমি ও আমার, য়ারা অভিযোগ করেছে তাদের জমি কি আছে। আমার জমির বালু আমি বিক্রি করছি তাতে ওদের কি।
ভারি বষার মধ্যে রাস্তা ও ঘর ভেঙে যাওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পরেছে এলাকাবাসী কামনা করেছে প্রশাসনের হস্তক্ষেপ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..