সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার নীলফামারী
করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নীলফামারী জেলায় নতুন করে ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড। এর আগে গত ৩ জুলাই জেলায় ৫০জন করোনা পজিটিভ ও কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের আতিকুল ইসলাম ওরফে দুলু(৪১) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান।
সোমবার(৫ জুলাই) রাত সাড়ে ১০টায় ৭১ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা,দিনাজপুর,রংপুর ও জেলার ৬ উপজেলারগুলির র্যাপিড এন্টিজেন টেস্টে ২১৮টি নমুনা পরীক্ষার রির্পোটে ৭১ জনের করোনা পজিটিভ হয়। জেলায় শনাক্তের হার ৩২.৫৬ শতাংশ। এতে জেলা সদরে ৩৬ জন, ডোমার উপজেলায় ১০ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ৭ জন ও সৈয়দপুর উপজেলায় ১৬ জন। সোমবার জেলা সদর উপজেলার সংগলশী কাজি হাট গ্রামের আব্দুল মজিদ (৬৪) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরন করেন। তিনি গত ৩০ জুন করোনা পজেটিভ হন। করোনায় আক্রান্ত হয়ে নীীলফাামারী তে ৩৭ জনের মৃত্যু হয়েছে।