নীলফামারী জেলা সমিতির উদ্যোগে ৬ উপজেলায় শীতবস্ত্র বিতরণ –
নুরুজ্জামান সরকার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
শীত বৃষ্টি ভেঙে নীলফামারী জেলার অসহায়, দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসাবে এক হাজার কম্বল বিতরন করেছে ‘রংপুরস্থ নীলফামারী সমিতি’।
শুক্রবার দিনভর জেলার সৈয়দপুর, নীলফামারী, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এতিমখানা, হেফজোখানা, অন্ধ প্রতিবন্ধী মাদ্রাসা, বৃদ্ধাশ্রমসহ পথ মানষুদের এসব কম্বল দেয়া হয়।
এসময় সমিতির আহবায়ক আমজাদ হোসেন চৌধুরী, অধ্যক্ষ প্রফেসর অবায়দুর আনোয়ার, অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম, প্রকৌশলী আরিফুর রহমান, সাংবাদিক জুয়েল আহমেদ, কবি লায়ন মঞ্জিল মুরাদ লাভলু, বিশ্ববিদ্যালয় শিক্ষক মশিউর রহমান,
ব্যাংকার আতিকুজ্জামান সুজন, , অহিদুল ইসলাম, আশরাফ সিদ্দিকী, এনজিও কর্মকর্তা কামরুজ্জামান মিলন, উদ্যোক্তা তারিফ উল ইসলাম তানিন, মোশারফ হোসেন বোরহানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।