বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে সভাপতি জকি সাধারণ সম্পাদক আলতাফ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৫৫ বার পঠিত
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে সভাপতি জকি সাধারণ সম্পাদক আলতাফ
নীলফামারী সংবাদদাতা:-  নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২২০) এর ত্রি-বার্ষিক নির্বাচনে দেওয়ান মজিবুদ্দৌলা জকি সভাপতি ও আলতাফ হোসেন সরকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগের পরিবহণ শ্রমিকদের বৃহৎ এই সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ও পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্র জানায়, ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৪৪০টি ভোটের মধ্যে ১১৯ টি ভোট বাতিল হয়। তার মধ্যে মোটর প্রতিক ১১৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ও তার নিকট তম প্রতিদ্বন্ধী চাকা প্রতিক ১১৩২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ আলতাফ হোসেন সরকার ১২৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকট তম প্রতিদ্বন্ধী মোমবাতি প্রতিকে ৯৭৬ ভোট পান।
প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান জানান, ৫৭ ভোট জয় পেয়েছেন দেওয়ান মজিবুদ্দৌলা জকি ও ৩০৪ ভোট জয় পেয়েছেন মোঃ আলতাফ হোসেন সরকার। ২৪৪০টি ভোটের মধ্যে ১১৯টি ভোট বাতিল হয়।
দেওয়ান মজিবুদ্দৌলা জকি ও আলতাফ হোসেন সরকার নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের নেতৃত্বে সংগঠনটি আরো শক্তিশালী ও গতিশীলতা পাবে বলে মনে করছেন পরিবহণ মালিক শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..