মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

নীলফামারী গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত একটি মহল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৮৯ বার পঠিত

সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার

নীলফামারী সদর উপজেলার গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ বছর ধরে সুনামের সাথে পাঠ দানের মাধ্যমে মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে আসছে, যে কারণে আজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিণত হয়েছে। বিদ্যালয়টির মানসম্পন্ন শিক্ষা দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলা হায়দার। বিদ্যালয়টির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা বর্তমানে পাঁচ শতাধিক শতভাগ উপবৃত্তিপ্রাপ্ত বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম এটি। বিদ্যালয়টি সুনাম ক্ষুন্ন করার জন্য স্থানীয় একটি কুচক্রী মহল সংবাদকর্মীদের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রদান করে, যা পরবর্তীতে কয়েকটি অনলাইনে প্রকাশিত হয়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবলা হায়দার বলেন আমরা জাতির পিতার আদর্শ বুকে লালন করি গ্রাম ও অজ পাড়াগাঁ এই এলাকার মানুষকে শিক্ষিত করে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও মানসম্পন্ন পাঠদানের ব্যবস্থা করে আসছি, কিন্তু একটি কুচক্রী মহল উন্নয়নকে বাধা গ্রস্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে য়া অত্যান্ত লজ্জাজনক। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..