কিশোরগঞ্জে লকডাউনে মাঠে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী
সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমনরোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউএনওর নেতৃত্বে পুলিশ সদস্যরা মাঠে নেমেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বৃষ্টির মধ্যে উপজেলার শুরুপত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার এলাকায় টহল দেন তারা। লকডাউনে প্রথম দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট,সহকারী কমিশনার (ভুমি)রাকিবুজ্জামান রাকিব এবং কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালসহ তার বাহিনী বৃন্দ।
এসময় তারা জনসরগম স্থানে নেমে নেমে করোনা সংক্রমনে জনসচেতনতা করে বলেন, আপনারা ঘরে থাকুন, স্বাস্থ্যবিধিমেনে চলুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, অযাথা বাহিরে ঘোরাফেরা না করে বাসায় থাকুন।