ডেক্স রিপোর্ট : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশ বাড়ী শহীদ নূর মোহাম্মদ রোড এলাকায় জমি দখল করতে না পেরে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
মঙ্গলবার(১৫ মার্চ) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নিস বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আমজাদ হোসেন। লিখিত বক্তব্যে আমজাদ হোসেন বলেন দীর্ঘদিন যাবত তার প্রতিবেশী আরিফ নাসিম পিতা-মৃত্যু নাসিম তাদের উপর জুলুম ও অত্যাচার করে আসছে আর্থিকভাবে তারা অসচ্ছল হওয়ায় তাদের বসতভিটাসহ সৈয়দপুর শহরের একটি দোকান তারা জোরপূর্বক দখল করে রেখেছেন,।
জানা যায়, সৈয়দপুর বাজারে অবস্থিত দোকান ঘর নিজে দীর্ঘদিন যাবৎ তাদের বিরোধ চলে আসছে এর এই পরিপেক্ষিতে নীলফামারী জেলার বিগ সিনিয়র জজ আদালতে ৫১ ২০১৭ মোকদ্দমা চলমান , তারা কৌশলে দোকানের সামনের অংশটি দখল করিয়ে নিলে আমরা বিরোধ করি এটাই পরিপ্রেক্ষিতে আমাদের নামে বাড়ি ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
সূত্রমতে,এ ঘটনার পর পারিবারিকভাবে মীমাংসা হলে তারা মামলার না করা অঙ্গীকার করে এক নাটক সাজিয়ে আমজাদ হোসেন সহ আরো দশজনকে আসামি করে মিথ্যা মামলা করেন আরিফ নাসিম। মামলায় মামলায় আমজাদ সহ আরো ১০ ১২ জনের উপর যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।
আমজাদ জানায় জোর করে জমি দখল করার চেষ্টা করেছেন আরিফ নাসিম। কিন্তু মামলা করেছে আমাদের উপর। আমরা এই মিথ্যে মামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি বলে সংবাদ সম্মেলনে জানান ভক্ত ভুগে পরিবার।