বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলায় স্বপ্নের ঘরে ভাঙ্গন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৮৭ বার পঠিত

 

ডিমলায় স্বপ্নের ঘরে ভাঙ্গন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ঘরহীন মানুষের বসবাসের জন্য একটি করে পাকা বাড়ি নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে এসব বাড়ি ভূমিহীনদের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। উপহারের সেই বাড়ির অবস্থা এমন হয়েছে যে, বাড়ি পাওয়া ব্যক্তিরা আর সেখানে থাকতে চান না। কোনো বাড়িতে বসবাস শুরুর আগে, কোনোটা বসবাস শুরুর পর ভেঙ্গে পড়ছে। কোনোটিতে ফাটল দেখা দিয়েছে আবার বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। স্বপ্নের এই প্রকল্পের কাজের কথা শুনে চরম ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৭১ হাজার টাকা। এরই ধারাবাহিকতায় ডিমলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বান্নিরডাঙ্গা নামক স্থানে ১৫টি ঘর নির্মাণ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ১৫টি ঘরের মধ্যে বর্তমানে ৫টি ঘরে মানুষ বসবাস করিতেছে। এব্যাপারে আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া ব্যক্তি রাসেদ ইসলাম, শাবলু, মোকছেদ, আমেনা খাতুন ও হাবিবুর ফকিরের সাথে কথা বললে তারা জানান ঘর নির্মাণের ৫ মাসের মাথায় পিলারে ভাঙ্গন সৃষ্টি হওয়ায় আমরা সকলেই আতঙ্কের মধ্যে জীবন-যাপন করছি, ইতিমধ্যে ভাঙ্গনে আতঙ্কিত হয়ে ১০টি পরিবার ঘর ছেড়ে অন্যত্র চলে যায়। এসব বাড়িতে অনেকে থাকতে চাইছেন না এবং প্রত্যেক পরিবারের জন্য একটি করে নলকূল বরাদ্দ থাকলেও বর্তমানে ৫টি পরিবারে মিলে ১টি নলকূল ব্যবহার করে আসছেন। তারা আরও বলেন ঘরগুলি ফাটল ধরেছে এবং টানা এক সপ্তাহ বৃষ্টি হলে ঘরগুলি মাটির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্থানীয় অছিমুদ্দিন বলেছেন গরিব মানুষকে দেওয়ার নামে যাচ্ছেতাই ঘর নির্মাণ করা হয়েছে। এ প্রসঙ্গে অত্র ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘর ফাটল সম্পর্কে কিছুই জানেন না বলে সত্যতা এড়িয়ে যান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..