মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১ 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২০৩ বার পঠিত
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে  সড়ক দুর্ঘটনায়  নুর নাহার(৩৪) নামে  এক নারী  নিহত   ১  ও গুরুতর আহত হয়েছে  আরো ১ জন।
আজ বৃহস্পতিবার  রাত আনুমানিক  ৯ টার  দিকে নীলফামারী জেলা শহরের  কালীবাড়ি  মোড় নামক স্থানে  দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর নাহার সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লি এলাকার গোলাম মোস্তফার স্ত্রী  ও ২ সন্তানের জননী।
 সরজমিনে গিয়ে এবিষয়ে প্রত্যক্ষ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান ডোমার থেকে ছেড়ে আসা পাটবোঝাই একটি ট্রাকের সাথে   ধাক্কা লেগে নুর নাহার ট্রাকের চাকার নিচে চলে যায় এবং  ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যায়।
এসময়  ঘটনাস্থলে উপস্থিত  নীলফামারী থানার পরিদর্শক ( তদন্ত)  মাহমুদ উন নবীর সাথে  কথা হলে তিনি বলেন   নুর নাহার তার স্বামীর কাছে ঢাকা যাওয়ার জন্য নাইট কোচ গাড়ি ধরার জন্য তার দেবর ফরিদুল ইসলামের সাথে করে শহরে আসার সময় একটি পাটবোঝাই  ট্রাকের ( ঢাকা মেট্রো -ট- ১৬-৫৫০৬) সাথে সংঘর্ষে  পিছনের চাকায় পিষ্ট হয়ে নুর নাহার ঘটনাস্থলে নিহত  হয়  আর তার দেবর কে   সদর হাসপাতালে পাটানো হয়েছে এবং  ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..