শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১৯০ বার পঠিত
নীলফামারী প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার এই স্লোগানকে সামনে নিয়ে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল প্রতিযোগিতার অনুষ্টিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১২ জুন বিকাল ৪ টায় মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিল্পী রাণী মিস্ত্রী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রুপালী বেগম, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাদশ বনাম নীলফামারী ফুটবল একাডেমী এর মধ্যে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলার ফলাফল না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাদশ ০৫ গোল করে, জবাবে নীলফামারী ফুটবল একাডেমী ০৬ গোল দিয়ে ০১ গোলের ব্যবধানে জয়লাভ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..