নীলফামারীতে পোলট্রিফার্মের ৩ কর্মকর্তা-কর্মচারীকে
হত্যা চেষ্ঠা
সুভাষ বিশ্বাস ষ্টাফ রিপোটার
বালু উত্তোলনের জের ধরে নর্থ পোলট্রিফার্মের তিন কর্মকর্তা-কর্মচারীকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টায় কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের বাহাগিলী ঘাটের পাড় বেইলি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোতোয়াক্কিল বিল্লাহ (৪৬), কাজল ঋষি (৩৫) ও তৈফিকুর রহমান রিপন (৪৫)।
এ সময় তাদের ব্যবহৃত মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পোলট্রিফার্মের ম্যানেজার মোতোয়াক্কিল বিল্লাহ জানান, উত্তর বাহাগিলী মাছুয়াপাড়া এলাকায় তাদের প্রায় ৯ একর জমি পোলট্রিফার্মের প্রকল্প করার জন্য কেনা রয়েছে। সেই জমি থেকে বালু ব্যবসায়ীরা বালু কেটে নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে আমরা তিনজন সেখানে দেখতে যাই। ফেরার পথে বাহাগিলী বেইলি ব্রিজের কাছে আসলে ১০/১২ জনের একটি সশস্ত্র দল পথ রোধ করে আমাদের পার্শ্ববর্তী জঙ্গলের দিকে নিয়ে মারপিট করতে থাকে।
এ সময় তারা আমাদের গলায় ছুরি লাগিয়ে হত্যার চেষ্টা করে। বালু ব্যবসায়ীদের কয়েকজন আমাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। গাড়ীতে জ্বলতে থাকা আগুন দেখে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।